আর্কাইভ

Archive for the ‘মিডিয়াউইকি’ Category

বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধে অন্য ভাষার লিঙ্ক (ইন্টারউইকি লিঙ্ক) যোগ করুন

অগাষ্ট 23, 2013 ১টি মন্তব্য

উইকিপিডিয়াসহ উইকিমিডিয়া প্রকল্পগুলোর বৈশিষ্ট্যগুলো ইদানিং বেশ পরিবর্তন হচ্ছে। সেই সাথে বাংলা ভাষার উইকিমিডিয়া প্রকল্পগুলো যেমন বাংলা উইকিপিডিয়া, উইকিসংকলন, উইকিঅভিধান, উইকিবই প্রকল্পগুলোতেও অনেক নতুন নতুন ফিচার যোগ হয়েছে। সাথে সাথে আগের বৈশিষ্ট্যগুলো নতুন পদ্ধতিতে ব্যবহার করতে হচ্ছে। এর কারণ হচ্ছে মিডিয়াউইকি সফটওয়্যারের উন্নতি সাধণ এবং উইকিমিডিয়া প্রকল্পগুলোর জন্য কেন্দ্রীয় ডাটা রিপজিটরি বা তথ্যভাণ্ডার উইকিডাটা প্রকল্পের আবির্ভাব।

 

উইকিডাটা প্রকল্পটি নিয়ে অনেক সুদূর প্রসারী চিন্তা ভাবনা থাকলেও এর শুরুর পর্যায়ে বর্তমানে প্রকল্পটি সকল ভাষার উইকিপিডিয়ার ইন্টারউইকি লিঙ্ক অর্থ্যাৎ আন্তঃউইকি সংযোগ ব্যবস্থাপনায় ব্যবহৃত হচ্ছে। এর ফলে বর্তমানে কোনো ভাষার নিবন্ধের জন্য এই নিবন্ধের অন্যান্য ভাষার লিঙ্কগুলো পৃথকভাবে ব্যবস্থাপনার প্রয়োজন পরে না, কেন্দ্রীয়ভাবে উইকিডাটা প্রকল্পে তা ব্যবস্থাপনা করা হয়।

তাই উইকিপিডিয়ায় এখন কোনো নিবন্ধে ভাষার লিঙ্ক যোগ করতে আন্তঃউইকিসংযোগ যোগ নয়, বরং নিবন্ধটিকে এখন উইকিডাটায় সংযুক্ত করতে হয়। কিভাবে উইকিডাটায় আপনার বাংলা উইকিপিডিয়ার নিবন্ধটি সংযুক্ত করবেন এই ব্লগ থেকে আপনি তা জানতে পারবেন।

বাংলা উইকিপিডিয়াতে কোনো নিবন্ধ পাতা তৈরি করার পর পাতাটি উইকিডাটায় সংযোগ দিতে বা নিবন্ধে ইন্টারউইকি সংযোগ বা নিবন্ধে অন্য ভাষার লিঙ্ক যোগ করতে উইকিপিডিয়া সাইটের বাম পাশের সাইডবারে অন্যান্য ভাষাসমূহ অংশের নিচে ”আন্তঃউইকি সংযোগ দিন” ক্লিক করুন।

 

তাতে যে ডায়লগ বক্স আসবে তাতে ভাষায় বক্সে একটি রেফারেন্স ভাষা অর্থ্যাৎ আপনার জানা মতে যে ভাষার উইকিপিডিয়াতে একই নিবন্ধ রয়েছে তা নির্বাচন করুন। উদাহরণসরূপ ইংরেজি ভাষার উইকিপিডিয়া English (en) নির্বাচন করা হয়েছে। ভাষার কোড (en) লিখলেই বক্সে ভাষার পরামর্শ দেখাবে।

পাতা বক্সে নির্বাচিত ভাষার উইকিপিডিয়ার কাঙ্খিত নিবন্ধের শিরোনাম দিন বা নির্বাচন করুন। বক্সে লেখার সাথে সাথে পরামর্শ তালিকা দেখাবে। নির্বাচন হয়ে গেলে “পাতার সাথে সংযোগ” বোতাম ক্লিক করুন।

 

 

 

 

 

পরবর্তী ডায়লগবক্সের তালিকায় অন্যান্য ভাষার লিঙ্ক থেকে থেকে নিশ্চিত হোন যে উইকিডাটায় সঠিক পাতার সাথে আপনি আপনার পাতাটি সংযুক্ত করছেন। “নিশ্চিত করুন” বোতাম ক্লিক করুন।

 

 

 

 

 

 

কাঙ্খিত পাতায় আন্তঃউইকি সংযোগ বা ইন্টারউইকি লিঙ্ক বা ভাষার সংযোগগুলো দৃশ্যমান করতে পরবর্তী ডায়লগ বক্সের “ডায়ালগ বন্ধ এবং পাতা পুনরায় লোড করো” বোতাম ক্লিক করুন।

 

 

 

 

তাতে কাঙ্খিত পাতাটি রিফ্রেস হবে এবং পাতার অন্যান্য ভাষার অংশে দেখাবে নিবন্ধের অন্যান্য ভাষার লিঙ্ক। প্রয়োজনে আপনি ভাষার সংযোগগুলোর নিচে “আন্তঃউইকি সংযোগ সম্পাদনা” ক্লিক করে উইকিডাটার সংশ্লিষ্ট পাতায় আন্তঃউইকি সংযোগটি সম্পাদনা করতে পারেন।

 

উইকিডাটায় “অ্যালফ্রেড জি গিলম্যান” পাতার ভাষার সংযোগসমূহ

মিডিয়াউইকিতে যুক্ত হচ্ছে “ইউনিভার্সাল ল্যাংগুয়েজ সিলেক্টর”

ইউনিভার্সাল ল্যাংগুয়েজ সিলেক্টরের ইউজার ইন্টারফেস

ফ্রি উইকি সফটওয়্যার মিডিয়াউইকিতে খুব শীঘ্রই যুক্ত হচ্ছে একটি “ইউনিভার্সাল ল্যাংগুয়েজ সিলেক্টর” এক্সটেনশন, যেখানে ভাষা ব্যবস্থাপনার বিষয়গুলো ব্যবহারকারীর জন্য সহজভাবে উপস্থাপন করা হয়েছে। এটি মূলত মিডিয়াউইকি এক্সটেনশন নারায়ম এবং ওয়েবফন্টসকে একত্রীত করে তৈরি করা একটি এক্সটেনশন। এক্সটেনশনটি ইতিমধ্যে উইকিডাটা এবং ট্রান্সলেটউইকিতে প্রয়োগ করা হয়েছে। ট্রান্সলেটউইকিতে চলছে এক্সটেনশনটির বাংলা অনুবাদ। খুব শীঘ্রই এক্সটেনশনটি উইকিপিডিয়া সহ উইকিমিডিয়ার সকল সাইটে যুক্ত করা হবে। যার ফলে উইকিপিডিয়ার ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টের জন্য ভাষা ব্যবস্থাপনার বিষয়গুলো যেমন প্রদর্শনের ভাষা, ইনপুট ভাষা, ইনপুট কীবোর্ড লেআউট, প্রদর্শন ফন্ট, ইনপুট ফন্ট ইত্যাদি খুব সহজ ভাবে নির্বাচন করতে পারবেন।

বিস্তারিত দেখুন, https://www.mediawiki.org/wiki/Universal_Language_Selector

উইকিমিডিয়া কমন্সে নতুন বেটা আপলোড উইজার্ড

উইকিমিডিয়া কমন্সমাল্টিমিডিয়া ভিত্তিক কাজের মাধ্যমে সহজে  উইকিমিডিয়া কমন্সে অবদান রাখাকে আরও সহজ করার জন্য গত ৩০শে নভেম্বর বেটা পর্যায়ে অবমুক্ত করা হয়েছে একটি নতুন আপলোড উইজার্ড। উইকিমিডিয়া কমন্স হল উইকিপিডিয়াসহ উইকিমিডিয়ার অন্যান্য প্রকল্পগুলোর জন্য একটি উন্মুক্ত, কোলাবোরেটিভ মিডিয়া ভান্ডার। যদিও উইকিপিডিয়া কমন্সে ৭০ লক্ষেরও বেশি ছবি, ভিডিও এবং অডিও ফাইল রয়েছে, তবে এতে কোন ফাইল আপলোড করতে অবদানকারীকে একটি লম্বা দুরূহ পথ অতিক্রম করতে হতো। নতুন এই আপলোড উইজার্ড সবার কাছে ফাইল আপলোডের কাজটিকে খুবই সহজ এবং আনন্দময় করবে।

ফাইল আপলোড করার এই নতুন টুলে ব্যবহারকারীকে ফাইল আপলোডের জন্য একটি বিশাল এবং জটিল ফর্ম দেওয়ার পরিবর্তে কোন ফাইলকে ধাপে ধাপে ব্যবহারকারীকে ধারাবাহিক নির্দেশনার মাধ্যমে আপলোড করার ব্যবস্থা রাখা হয়েছে। এ উইজার্ড ব্যবহারকারীকে এক সাথে একাধিক ছবি আপলোড ও তাদের জন্য এক সাথে অনুমতি প্রদানের সুযোগ দেবে।

আপলোড উইজার্ড

নতুন আপলোড ইউজার্ড আপনাকে এক সাথে একাধিক ফাইল আপলোডের সুযোগ দিবে।

এছাড়া এই ইউজার্ডের সাথে যুক্ত করা হয়েছে নতুন একটি সহজ লাইসেন্স টিউটোরিয়াল, যা থেকে ব্যবহারকারী সহজেই সাধারণ কপিরাইট ও ফ্রি লাইসেন্স সম্পর্কে জানতে পারবেন। টিউটোরিয়ালটি ইতিমধ্যে বাংলা সহ ১৮টি ভাষায় তৈরি হয়েছে। তবে ইউজার্ডটি এখনও বাংলা ভাষায় লোকালাইজ করা হয়নি। যেকেউ translatewiki.net থেকে ইউজার্ডটি বাংলা ভাষায় লোকালাইজেশনে অবদান রেখে সহায়তা করতে পারেন।

আপলোড ইউজার্ডটি বর্তমানে বাড়তি আপলোড অপশন হিসেবে এর বেটা সংস্করণ অবমুক্ত হয়েছে। ইউজার্ডটি পূর্ণতা দিতে এখনও অনেক কাজ বাকি। এখনও এতে অনেক বৈশিষ্ট্যের অভাব এবং বাগ রয়েছে। কিন্তু যারা এটি ব্যবহার করতে চান এবং এটির উন্নয়নে সহায়তা করতে চান তাদেরকে এটি এখনই আপলোড করার জন্য একটি কার্যকরী বিকল্প ব্যবস্থা দিবে।

নতুন ইউজার্ডটি পর্যায়ক্রমে কমন্সের ডিফল্ট আপলোড অপশনে পরিণত হবে, তবে তা এখনই পুরনো আপলোড ব্যবস্থাকে প্রতিস্থাপন করবে না যতদিন না এটি পুরনো ব্যবস্থা কাজ করে এমন সব ক্ষেত্রে এটি কাজ না করে। আপনাদেরকে নতুন এই আপলোড ব্যবস্থা (কমন্সে আপনার অ্যাকাউন্ট প্রয়োজন হবে) ব্যবহারের জন্য এবং আপনার সামনে এর যত বাগ বা ভুল আসবে তা রিপোর্ট করার জন্য আমন্ত্রণ জানাই। অনুগ্রহ করে সময় বাচাঁনোর জন্য প্রশ্ন ও উত্তর পাতাটি এবং উন্মুক্ত জানা বিষয়সমূহ প্রথমে পড়ে নিবেন।

নতুন রূপে বাংলা উইকিপিডিয়া

জুলাই 28, 2010 9 comments

নতুন উইকিপিডিয়া গ্লোবউইকিমিডিয়া ফাউন্ডেশনের ইউজার এক্সপেরিয়েন্স টিম উইকিপিডিয়া ব্রাউজ এবং উইকিপিডিয়া সম্পাদনার কাজ আরও সহজ করার উদ্দেশ্যে নিয়ে কাজ করে চলেছে। ইতিমধ্যে সাম্প্রতি এ কাজের কিছু পরিকম্পনা বাস্তবায়ন করা হয়েছে, যার মধ্যে আছে উইকিমিডিয়া প্রকল্পের তথা উইকিপিডিয়া সাইটের নতুন অবয়ব এবং সহজ ও সমৃদ্ধ সম্পাদনা প্যানেল ইত্যাদি। এই পরিবর্তনগুলো নতুন অবদানকারীদের শুরু করার ক্ষেত্রে আরও সহজ ভূমিকা রাখবে, এবং গত বছর ধরে নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এই পরিবর্তনগুলো সাধিত হয়েছে। আরও তথ্যের জন্য এ বিষয় সম্পর্কিত উইকিমিডিয়া ব্লগ পোস্ট দেখুন

যা কিছু পরিবর্তিত হয়েছে

  • নেভিগেশন বা সাইট ব্রাউজ: পাতা পঠন ও সম্পাদনা পদ্ধতির আরও উন্নয়ন সাধন করা হয়েছে। এখন পাতার ওপরের ট্যাবগুলো খুব পরিষ্কারভাবে আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনি বিষয়বস্তু পাতায় নাকি আলাপ পাতায় রয়েছেন, সেই সাথে আপনি পাতাটি পড়ছেন না সম্পাদনা করছেন তাও স্পষ্টভাবে সনাক্ত করতে পারবেন।

    উইকিপিডিয়া নেভিগেশন

    উইকিপিডিয়া নেভিগেশন

  • ভাঁজযোগ্য সাইড বার:উইকিপিডিয়ার পাতার বাম পাশের সাইডবারের মুদ্রণ/এক্সপোর্ট সরঞ্জাম এবং অন্যান্য ভাষাসমূহ অংশটি এখন ভাঁজ এবং সম্প্রসারণ যোগ্য করে করা হয়েছে। যা প্রয়োজনে ভাঁজ এবং পুনরায় সম্প্রসারণ করা যাবে।
ভাঁজ/সম্প্রসারণযোগ্য উইকিপিডিয়া সাইডবার

ভাঁজ/সম্প্রসারণযোগ্য উইকিপিডিয়া সাইডবার

  • সম্পাদনা প্যানেলের উন্নয়ন: সম্পাদনা প্যানেলকে ব্যবহারকারীর জন্য আরও কার্যকরী ও সহজভাবে উপস্থাপন করা হয়েছে। এখন কোনো পাতা সম্পাদনা আগের চেয়ে আরও সহজ এবং গুছানো।
উইকিপিডিয়া সম্পাদনা প্যানেল

উইকিপিডিয়া সম্পাদনা প্যানেল

  • মাউসে বাংলা অক্ষর টাইপ: উইকিপিডিয়ায় সম্পাদনা প্যানেলের বিশেষ বর্ণচিহ্ন অংশ থেকে এখন বাংলা অক্ষর মাউস ক্লিকে টাইপ করা যাবে।
সম্পাদনা প্যানেলে মাউসে বাংলা অক্ষর টাইপের ব্যবস্থা

সম্পাদনা প্যানেলে মাউসে বাংলা অক্ষর টাইপের ব্যবস্থা

  • লিংক উইজার্ড: একটি সহজ পদ্ধতির মাধ্যমে ব্যবহারকারী এখন অন্য যে-কোনো উইকির পাতায়, সেই সাথে বাইরের যে কোনো ওয়েবসাইটের পাতার লিংক যোগ করতে পারবেন।
উইকিপিডিয়ার লিঙ্ক উইজার্ড

উইকিপিডিয়ার লিঙ্ক উইজার্ড

  • অনুসন্ধান ব্যবস্থার উন্নয়ন: ব্যবহারকারীর অনুসন্ধানকৃত পাতাটি দ্রুত খুঁজে পেতে উইকিপিডিয়ার অনুসন্ধান পরামর্শেরও উন্নয়ন সাধন করা হয়েছে।
  • অন্যান্য নতুন সুবিধাদি: উইকিপিডিয়ার সম্পাদনা প্যানেলে টেবিল উইজার্ড নামক একটি সুবিধা সংযোজন করা হয়েছে। এর ফলে ব্যবহারকারী সহজেই কোনো পাতায় টেবিল যোগ করতে পারবেন। এছাড়া পাতায় সহজে লেখা অনুসন্ধান ও পরিবর্তনের সুবিধা যুক্ত করা হয়েছে, যা পাতা সম্পাদনাকে আরও সহজ করে তুলবে।

    নতুন বাংলা উইকিপিডিয়া লগো

    নতুন বাংলা উইকিপিডিয়া লগো

  • উইকিপিডিয়া লোগো: উইকিপিডিয়ার লোগো হালনাগাদ করা হয়েছে। নতুন এই লগোতে বিশ্বের অন্যান্য ভাষার অক্ষরের সাথে বাংলা অক্ষর ‘উ’ স্থান পেয়েছে। তবে বাংলা উইকিপিডিয়ার লগোতে লেখায় যুক্তাক্ষরগত কিছু সমস্যা থাকলে খুব শীঘ্রই তা ঠিক করা হবে।  উইকিমিডিয়া ব্লগে এ বিষয়ে আরও বিস্তারিত পড়ুন।
  • নজরে রাখুন ট্যাব: নজরে রাখুন ট্যাবটি এখন বর্তমানে তারকাখচিত করা হয়েছে। ব্যবহারকারী তার পছন্দের পাতাগুলো সহজেই এখন আপনার নজরতালিকায় রাখতে পারবেন।
  • সরিয়ে ফেলুন ট্যাবটি এখন অনুসন্ধান বক্সের পাশের ড্রপডাউন অংশে রয়েছে।

গত একবছর জুড়ে এ বৈশিষ্ট্যগুলো পরীক্ষামূলক অবস্থায় থাকলেও সাম্প্রতি বাংলা উইকিপিডিয়ার পুরোনো অবয়ব বা স্কিন “মনোবুক” পরিবর্তন করে “ভেক্টর” করা হয়েছে। ফলে যে কেউ এ সুবিদাদি পাবেন। তবে উইকিপিডিয়া ছাড়া উইকিমিডিয়া ফাউন্ডেশনের অন্যান্য প্রকল্পের সাইট যেমন উইকিসংকলন, উইকিবই, উইকিঅভিধান ইত্যাদি সাইটে এ বৈশিষ্টগুলো এখনও বাস্তবায়ন করা হয়নি, তবে অচিরেই ক্রমান্বয়ে তা বাস্তবায়িত হবে।

পুরাতন ব্যবহারকারীরা মনে রাখবেন স্কিনের পরিবর্তনের সাথে সাথে, কাজ যাবার জন্য আপনার মনোবুক জাভাস্ক্রিপ্টকে (ব্যবহারকারী:User/commons.js) কপি করে ব্যবহারকারী:User/vector.js-এ নিয়ে যাওয়া প্রয়োজন।

প্রতিক্রিয়া?

আমরা আপনার থেকে জানতে আগ্রহী। অনুগ্রহপূর্বক আমাদের প্রতিক্রিয়া পাতা দেখুন, এবং আপনি যদি সফটওয়্যারের উন্নয়নের জন্য আমাদের চলমান প্রচেষ্টা সম্মন্ধে আগ্রহী হয়ে থাকেন, তবে বিস্তারিত তথ্যের জন্য উইকিমিডিয়ার  ইউজাবিলিটি উইকি পরিদর্শন করুন।

বাংলা উইকিপিডিয়ার অ্যাডভান্স টুলবারে যুক্ত হলো বাংলা স্ক্রিপ্ট

উইকিপিডিয়া ইউজাবিলিটি ইনিসিয়েটিভউইকিপিডিয়া ইউজাবিলিটি ইনিসিয়াটিভ কর্মসূচীর আওতায় তৈরি করা অ্যাডভান্স টুলবারে সংযোজিত বাংলা স্ক্রিপ্ট এখন ব্যবহার করা যাবে বাংলা উইকিপিডিয়া সহ উইকিমিডিয়া ফাউন্ডেশনের সকল প্রকল্পে। ফলে এখন থেকে মাউসে ক্লিক করেও উইকিপিডিয়া সহ অন্যান্য প্রকল্পে বাংলা লেখা সম্ভব হবে।

বেটা চেষ্টা করুন

বাংলা উইকিপিডিয়া সহ অন্যান্য প্রকল্পে এই সুবিধা পেতে আপনাকে অবশ্যই উইকিপিডিয়ার বেটা ইন্টারফেস ব্যবহার করতে হবে। উইকিপিডিয়ার নতুন ইন্টারফেস সক্রিয় করতে উইকিপিডিয়ার সাইটের উপরে ডান দিকে “বেটা চেষ্টা করুন” লিঙ্কে ক্লিক করুন অথবা এই লিঙ্কে ক্লিক করুন। যে পাতাটি আসবে তাতে “চলুন শরু করি” বোতামে ক্লিক করুন।

মিডিয়াউইকি অ্যাডভান্স টুলবারে যোগ হল বাংলা বর্ণমালা

মার্চ 31, 2010 2 comments
উইকিপিডিয়া ইউজাবিলিটি ইনিসিয়েটিভ

মিডিয়াউইকির অ্যাডভান্স টুলবারে যোগ হল বাংলা ভাষার বর্ণমালা। এর ফলে মাউস ক্লিক করেই এখন বাংলা লেখা যাবে উইকিপিডিয়াসহ মিডিয়াউইকি ব্যবহারকারী সকল ওয়েবসাইটে। বাংলা বর্ণমালা সংক্রান্ত তথ্যদি উইকিমিডিয়ার ল্যাঙ্গুয়েজ কমিটির সদস্য জেরার্ডকে দেওয়ার পরে তিনি তা সংস্লিষ্ট ডেভেলপারদের কাছে পাঠান, রোয়ান সফটওয়্যারটিতে বাংলা বর্ণমালা যোগ করেন। উইকিপিডিয়াসহ উইকিমিডিয়ার সকল প্রকল্পের সাইটকে আরও সাবলিল এবং সবার জন্য সহজ করতে সম্প্রতি উইকিপিডিয়া ইউজাবিলিটি ইনিসিয়াটিভ নামে একটি কর্মসূচী হাতে নেয়, যার আওতায় মিডিয়াউইকি সফটওয়্যারে বিভিন্ন ফাংশনালিটি এবং বৈশিষ্ট্য যোগ এবং পুরনো বৈশিষ্ট্যগুলোকে আরও সহজভাবে উপস্থাপনের কাজ চলছে, এরই ধারাবাহিকতায় উইকিপিডিয়ায় সহজে মাউসে ক্লিক করে লেখার জন্য এই অ্যাডভান্স টুলবারে বিভিন্ন ভাষার বর্ণমালা যোগ করা হয়। এবার অন্যান্য ভাষার বর্ণমালার সাথে পাওয়া যাবে বাংলা ভাষার বর্ণমালাও।

এই টুলটি প্রোটোটাইপ উইকিপিডিয়াতে পরীক্ষা করা করা যাবে। তালিকার বর্ণমালা ঠিক আছে কি না, সবগুলো বর্ণ ঠিকমত কাজ করছে কিনা, প্রত্যেকটি বর্ণ সঠিক ফলাফল দেয় কিনা যা যাচায়ের জন্য সকলকে অনুরোধ জানাই। যেকোন সমস্যায় এই ব্লগের মন্তব্যে তা জানাতে পারেন। খুব শীঘ্রই এই বাংলা বর্ণমালা উইকিমিডিয়ার সকল উইকিতে দেখা যাবে।

এ বিষয়ে আরেকটি ব্লগঃ http://ultimategerardm.blogspot.com/2010/03/improved-usability-for-bengali-use-of.html

ইউজাবিলিটি টুলবারে বাংলা

প্রোটোটাইপ উইকিপিডিয়াতে টুলবারে বাংলা বর্ণমালা

বাংলা উইকিপিডিয়া এখন মোবাইলে

মার্চ 10, 2010 2 comments

অন্যান্য ভাষার উইকিপিডিয়ার মত বাংলা উইকিপেডিয়াও (bn.m.wikipedia.org) এখন ব্রাউজ করা যাবে আপনার মোবাইল ডিভাইসে। সম্প্রতি মোবাইল মিডিয়াউইকির বাংলা লোকালাইজেশন সম্পূর্ণ করা হয়েছে এবং বাংলা উইকিপিডিয়ার মোবাইল সংস্করণের প্রধান পাতার পোর্টাল হিসেবে প্রাথমিক ভাবে দুটো পাতার (পাতা ১, পাতা ২) নকশা করা হয়েছিল। তবে সকলের সাথে আলোচনার মাধ্যমে বর্তমান পাতাটির নকশা চূড়ান্ত করা হয়। এরপর এ পাতাটিকে মোবাইলে প্রধান পাতা হিসেবে রাখার জন্য উইকিমিডিয়ার বাগজিলাতে একটি বাগ ইস্যু করা হয়েছিল। সম্প্রতি পাতাটি মূল মোবাইল সাইটের সাথে যুক্ত করা হয়েছে। ফলে বাংলা উইকিপিডিয়ার মোবাইল সাইটটি সম্পূর্ণতা পেয়েছে  যা এখন থেকে যে কেউ যে কোন স্থান থেকে মোবাইলে বাংলা উইকিপিডিয়া ব্রাউজ করে তার তথ্যের চাহিদা পূরণ করতে পারবে।

মোবাইলে কিভাবে বাংলা ওয়েবসাইট ব্রাউজ করবেন সে সম্পর্কিত একটি ব্লগের লিঙ্ক নিচে দেওয়া হলঃ আপনার মোবাইলের অপেরা মিনিতে ইউনিকোড সমর্থিত বাংলা ওয়েবসাইট ব্রাউজ করুন

আপনার মোবাইলের অপেরা মিনিতে ইউনিকোড সমর্থিত বাংলা ওয়েবসাইট ব্রাউজ করুন

মোবাইল মিডিয়াউইকির বাংলা লোকাইজেশনের মাধ্যমে মোবাইল বাংলা উইকিপিডিয়ার কাজ একধাপ এগুলো

মার্চ 4, 2010 ১টি মন্তব্য

সম্প্রতি উইকি সাইটের মোবাইল সহায়ক সংস্করণ মোবাইল মিডিয়াউইকির বাংলা স্থানীয়করণ। উইকিপিডিয়া সহ উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিভিন্ন ভাষার প্রকল্পের সাইটগুলোর কন্টেন্ট সহজেই মোবাইল বা এ ধরনের ডিভাইস থেকে ব্রাউজ করার জন্য মোবাইল সহায়ক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ইতিমধ্যে সাইটগুলো উইকিপিডিয়ার বিভিন্ন ভাষার জন্য অনলাইনে তোলা হয়েছে যা ডোমেইন নামে m সহযোগে ব্রাউজ করা যাবে। যেমন ইংরেজী উইকিপিডিয়ার জন্য en.m.wikipedia.org.

বাংলা ভাষার উইকিপিডিয়ার জন্যেও এমন একটি সাইট অনলাইনে রাখা হয়েছে। যার বাংলা স্থানীয়করণ শেষ হয়েছে। ফলে বাংলা উইকিপিডিয়াও এখন মোবাইলে ব্রাউজ করা যাবে। সাইটের ঠিকানাঃ bn.m.wikipedia.org

তবে এখনও সাইটির জন্য কোন হোম পেইজ তৈরি করা হয়নি যার কাজ এগিয়ে চলেছে। খুব সম্ভবত আগামী সপ্তাহের মধ্যেই তা চালু করা সম্ভব হবে।

মিডিয়াউইকি উইকির বাংলা স্থানীয়করণ কিভাবে করবেন?

মিডিয়াউইকি অনলাইনে ট্রান্সলেশন করার জন্য যেতে হবে, http://translatewiki.net ওয়েবসাইটে।

translatewiki.net এর প্রধান পাতা

translatewiki.net এর প্রধান পাতা

উইকিতে রেজিষ্ট্রেশন বা নিবন্ধন করুন।

নতুন অ্যাকাউন্ট তৈরি করার লিঙ্ক

রেজিষ্ট্রেশন করার পর অনুবাদক বা ট্রান্সলেটর হিসেবে অনুমোদন পেতে আমার আলাপের পাতায় আপনার ইউজার নেম জানিয়ে অনুরোধ বার্তা রাখুন। অনুমোদন পেয়ে গেলে সাইটের ভাষা “bn-বাংলা” তে পরিবর্তন করে নিন।

সাইটের ভাষা "bn-বাংলা" পরিবর্তন

অনুবাদ শুরু করতে সাইটের সাইডবারে থাকা “অনুবাদের হাতিয়ার” ক্লিক করুন।

সাইডবারে "অনুবাদের হাতিয়ার" লিঙ্ক

সাইডবারে "অনুবাদের হাতিয়ার" লিঙ্ক

“অনুবাদের হাতিয়ার” ক্লিক করার ফলে মিডিয়াউইকির সব বাক্য বা স্ট্রিংগুলোর ক্যাটাগরির একটি তালিকা দেখাবে, ক্যাটাগরিগুলোর পাশের “সম্পাদনা” লিঙ্কটি ক্লিক করলে ঐ ক্যাটাগরির অনুবাদ হয়নি এমন বাক্য বা স্ট্রিংগুলোর তালিকা পাওয়া যাবে।

বাক্য বা স্ট্রিং এর তালিকা

বাক্য বা স্ট্রিং এর তালিকা

মিডিয়াউইকির অনুবাদ হয়নি এমন কিছু বাক্য বা স্ট্রিংসমূহের তালিকা

মিডিয়াউইকির অনুবাদ হয়নি এমন কিছু বাক্য বা স্ট্রিংসমূহের তালিকা

তালিকায় বাম পাশের লিঙ্কে ক্লিক করলেই একটি পপ আপ আসবে যেখান থেকে কোনো নতুন অনুবাদ তৈরি বা পুরনো অনুবাদ সম্পাদনা করতে পারবেন।

স্ট্রিং সম্পাদনার জন্য পপআপ

স্ট্রিং সম্পাদনার জন্য পপআপ

নির্ধারিত বক্সে অনুবাদটি লিখে “সংরক্ষণ” বোতামটি ক্লিক করলেই আপনার অনুবাদটি সংক্ষিত হয়ে যাবে। পরবর্তীতে স্ট্রিং এর তালিকাকে রিফ্রেস করলে এ স্ট্রিংটি তালিকাতে আর দেখাবে না।

এভাবেই আপনি জনপ্রিয় উইকি মিডিয়াউইকি সফটওয়্যার যা উইকিপিডিয়া সহ উইকিমিডিয়া ফাউন্ডেশনের অন্যান্য প্রকল্প তৈরিতে ব্যবহৃত হয়েছে, তা বাংলা স্থানীয়করণে অংশ নিতে পারেন। এ কাজে সহায়তার জন্য আপনাদের সকলে এ কাজে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।

কিভাবে বাংলা উইকিপিডিয়ায় নতুন নিবন্ধ তৈরি এবং পুরনো নিবন্ধ সম্পাদনা করবেন

কিভাবে বাংলা উইকিপিডিয়ায় নতুন নিবন্ধ তৈরি এবং পুরনো নিবন্ধ সম্পাদনা করবেন সে সম্পর্কিত ভিডিও টিউটোরিয়াল,