প্রথম পাতা > ফায়ারফক্স > মোজিলা ফায়ারফক্সে বাংলা বানান পরীক্ষক ব্যবহার করুন

মোজিলা ফায়ারফক্সে বাংলা বানান পরীক্ষক ব্যবহার করুন


অঙ্কুর আইসিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সম্প্রতি ফায়ারফক্সের জন্য স্বয়ংক্রিয় বানান পরীক্ষক অ্যাড-অনের নতুন সংস্করণ প্রকাশ করেছে। নতুন এই সংস্করণে ৩ লক্ষাধিক বাংলা শব্দ যোগ করা হয়েছে। ফলে এই অ্যাড-অনটি এখন আরও বেশি কার্যকর ভাবে ভুল বানান সনাক্ত এবং এর জন্য বেশী সঠিক শব্দ পরামর্শ দিতে পারে। এড-অনটি কিভাবে ফায়ারফক্স ব্রাউজারে যোগ করে ব্যবহার করবেন সে বিষয়ে সকলকে জানানোর জন্য এই পোষ্ট, ফায়ারফক্সে বানান পরীক্ষক ইন্সটল ও ব্যবহারের ধাপ সমূহঃ

  1. স্পেল চেক অপশনটি সক্রিয় করে Firefox 3.x অথবা নতুন সংস্করণ শুরু করুন। {Tools > Options > Advanced > General > Check my spelling as I type}
  2. বাংলা বানান পরীক্ষক বা স্পেল চেকারটি ইন্সটল করতে ভিজিট করুন https://addons.mozilla.org/en-US/firefox/addon/13660 এবং ওয়েবপেজের “Add to Firefox” লিঙ্কটি ক্লিক করুন।
  3. ফায়ারফক্স একটি সতর্কীকরণ ডায়লগ বক্স প্রদর্শন করবে।
  4. অ্যাড-অনটি ইন্সটল করতে “Install Now” বোতামটি ক্লিক করুন।
  5. অ্যাড-অনটি ইন্সটল করার পর ফায়ারফক্স রিস্টার্ট করতে বলবে। ফায়ারফক্স রিস্টার্ট করার পর টেক্সটবক্স বা টেক্সট এরিয়ার বাংলা লেখায় মাউসের ডান বোতাম ক্লিক করে “Languages” মেনুতে “Bengali/Bangladesh” সাবমেনু দেখা যাবে।
  6. বাংলা বানান পরীক্ষণ শুরু করতে “Bengali/Bangladesh” টিক দিন। সাধারণত “English/United States” পূর্বনির্ধারিত ভাবে টিক দেওয়া থাকতে পারে।
  7. এটি বর্তমানে অ্যাড-অনের বাংলা অভিধানে নেই এমন শব্দগুলো ভুল বানান হিসেবে চিহ্নিত করবে।
  8. ভুল চিহ্নিত শব্দে মাউসের ডান বোতাম ক্লিক করুন, এতে ভুল বানানের জন্য সঠিক শব্দের পরামর্শগুলোর তালিকা পাওয়া যাবে।
  9. পরামর্শকৃত শব্দ থেকে সঠিকটি ক্লিক করুন, এতে লেখায় থাকা ভুল শব্দটি নির্বাচিত পরামর্শকৃত শব্দ দিয়ে প্রতিস্থাপিত হবে। অথবা শব্দটি নতুন শব্দ হিসেবে অভিধানে যোগ করে নিলেই শব্দটি পরবর্তীতে আর ভুল হিসেবে চিহ্নিত হবে না।
  10. অ্যাড-অনটি ব্যবহার করে এ সম্পর্কিত যে কোন মন্তব্য পরামর্শ পাঠাতে পারেন এই ঠিকানা, feedback@ankur.org.bd
বিভাগ:ফায়ারফক্স
  1. শাহেনশাহ
    ফেব্রুয়ারি 12, 2010; 2:10 পুর্বাহ্ন এ

    মন্তব্য “আনুসারে” আমাকে ই-মেল করে জানান

    এটি কিন্তু ভুল 😉

  2. ফেব্রুয়ারি 13, 2010; 12:49 পুর্বাহ্ন এ

    ok, i will try 😉

  3. mukul
    অগাষ্ট 8, 2011; 2:08 পুর্বাহ্ন এ

    আমি এই সফটওয়্যারটি ইনস্টল করেছি। বানান ভুল হলে লাল দাগ শো করছে কিন্তু তার উপর মাউস রেখে ডান বাটন ক্লিক করলে সঠিক বানান কি হতে পারে তা দেখা যাচ্ছে না। এটি কিভাবে পাওয়া যাবে?

    • অগাষ্ট 8, 2011; 9:58 পুর্বাহ্ন এ

      অনুগ্রহ করে সফটওয়্যারটির সাম্প্রতিকতম সংস্করণটি ব্যবহার করুন। ধন্যবাদ।

  1. ফেব্রুয়ারি 11, 2010; 5:42 অপরাহ্ন এ

এখানে আপনার মন্তব্য রেখে যান